• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

চোর চক্রের খ‌প্পো‌রে প‌ড়ে অ‌টো খোয়ালেন দ‌রিদ্র দিনমজুর

  • ''
  • প্রকাশিত ২২ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চ‌ুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রী নি‌য়ে ভাড়ায় আ‌সেন অ‌টো‌রিক্সা চালক ঝিনাইদহ হরিশপুর গ্রামের যুবক ইমরান হোসেন (২৫)। আলমডাঙ্গায় ভাড়ায় এ‌সে দ‌রিদ্র অ‌টোচালক যাত্রী‌বে‌শি চোর চক্র‌ের খপ্প‌রে প‌ড়ে ভাড়ায় চা‌লিত অ‌টো‌রিক্সটি খুই‌য়ে এখন দি‌শেহারা।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের হলুদ পট্টি এলাকা থেকে যাত্রী‌বে‌শি চোরচক্র কৌশলে ইজিবাইক চুরি করে নি‌য়ে যায়। 

এতে দ‌রিদ্র অটো‌রিক্সা চালক হতাশাগ্রস্থ হয়ে আলমডাঙ্গা শহ‌র জু‌ড়ে খুঁজতে থাকে তার অ‌টো‌রিক্সা। অ‌নেক খোজাখু‌জি ক‌রেও অ‌টো‌রিক্সা‌টি না পে‌য়ে পরে থানা পুলিশের সহযোগীতা নিয়েও খোজা খু‌জি ক‌রেও পাননি তার ভাড়ায় চালিত অ‌টো‌টি।

সংবাদ পে‌য়ে হ‌রিনাকুন্ডু থে‌কে ইমরানের পিতা ইউনুস আলীর ছু‌টে আ‌সেন আলমডাঙ্গায়। তি‌নি জানান, গত চার বছর হরিণাকুন্ডু উপজেলা শহরে ব্যাটারি চালিত ভ্যান (পাখি ভ্যান) চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। ইমরানের চার বছর ও তিন বছরের দুটি মেয়ে এবং সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তান থাকায় পরিবারের আর্থিক চাপে পড়ে। সে কার‌ণে আয় রোজগার বাড়া‌তে স্থানীয় এক ব্যবসায়ীর নিকট থেকে একটি অ‌টো ভাড়ায় নেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে হরিণাকুন্ডু বাজার হতে আলমডাঙ্গা শহরের আসেন। বেলা ১২ টার দিকে শহরের হলুদপট্টি এলাকায় তাকে ইজিবাইক থামাতে বলে। ওই ব্যক্তি বিস্কুট কেনার অজুহাতে বাজারে প্রবেশ করে।   অ‌টো‌তে তালা দিয়ে ইমরানও তার সা‌থে যায়। সেখান থেকে ফিরে এসে দেখেন, তার অ‌টো‌ নেই।

কান্না জড়িত কন্ঠে ভুক্তভোগী ইমরান বলেন, সামনে ঈদ। ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাড়ায় এ‌সে‌ছি। গাড়িটাও হারিয়ে গেলো। একমাত্র আল্লাহই জানে আমার কি হবে। সব শেষ হয়ে গেল।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া  জানান, ইজিবাইক চুরির ঘটনায় অভিযোগ করা হয়েছে। জড়িতদের ধরতে ও ইজিবাইক উদ্ধারে কাজ চলছে। এছাড়া শহরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads